Friday, October 3, 2025
spot_img
Homeবিনোদনসারা-সিদ্ধান্ত চতুর্বেদি নতুন সম্পর্কের গুঞ্জন! বলিউড অভিষেক নিয়ে কি জানালেন শচীন-কন্যা!

সারা-সিদ্ধান্ত চতুর্বেদি নতুন সম্পর্কের গুঞ্জন! বলিউড অভিষেক নিয়ে কি জানালেন শচীন-কন্যা!

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা(Little Master Sachin Tendulkar daughter Sara) এবং ভারতের তরুণ ক্রিকেটার সুভমন গিলকে(Shubman Gill) নিয়ে প্রেম চর্চা তুঙ্গে উঠেছিল। সারাকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। এবার বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদিক কে নিয়ে সারার নতুন প্রেমের মোরক তৈরি হয়েছে। এখানেই শেষ নয় বেশ কয়েকদিন ধরে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শচীন-কন্যা সারা নাকি বলিউডে পা রাখতে চলেছে।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান যুদ্ধের অশান্তিতে অরিজিৎ সিং কি সিদ্ধান্ত নিলেন!

এসব গুঞ্জন তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছেন সারা নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বলিউড তাকে তেমনভাবে টানে না। তাছাড়া তিনি নাকি যথেষ্ট অন্তর্মুখী স্বভাবের। ক্যামেরার সামনেও নিজেকে অতটা স্বচ্ছন্দ্যবোধ করেন না।


তাই স্বাভাবিক কারণেই সিনেমা তার জায়গা হতে পারে না। অভিনয়ের সম্ভাবনা উড়িয়ে দিয়ে সারা বলেছেন যে, শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন আমার ফুল টাইম ফোকাস। সাত আট বছরের সাড়া জানিয়েছেন তিনি বেড়ে উঠেছেন চিকিৎসা সমাজসেবা আর খেলাধুলার আবহে। তাছাড়া আমার পড়াশোনার দিকেই বেশি
ঝোঁক ছিল।
ছবিতে অভিনয়ের সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ আমি জানি এটা আমার জন্য নয়। এটা করতে গেলে আমার উদ্বেগ বাড়বে।

Read More

Latest News